
এম. মনছুর আলম, চকরিয়া
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী “জুলাই স্মৃতি উদযাপন” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুম মোহনা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এ এম ওমর আলী, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন, আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ, পরিবেশ সাংবাদিক ফোরাম সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, শহীদ আহসান হাবীবের ভাই রায়হান, আহত শিক্ষার্থী মোর্শেদুল ইসলাম ও আবদুল্লাহর পিতা, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ও মুক্তিকামী ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমেই জাতি মুক্ত হয় স্বৈরাচারী শাসনের কবল থেকে। এই আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে julio স্মৃতি উদযাপন গুরুত্বপূর্ণ।
সভায় মাসব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও নাগরিক সমাজের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।