আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, একটি কিরিচ এবং সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ চেকপোস্টের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চেকপোস্ট থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া এলাকায় পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা সাম্পান নৌকা ও অন্যান্য মালামাল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরিত্যক্ত নৌকাটি তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তা থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। পাশাপাশি, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে সাম্পান নৌকাটি জব্দ করা হয়।
ঘটনাস্থলে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হলেও কোনো দুষ্কৃতকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র, কিরিচ এবং অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।