
টেকনাফ সংবাদদাতা ;
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানের মুখে অপহৃত ব্যক্তিকে ছেড়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আটককৃত মো. রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। উদ্ধারকৃত অপহৃত ব্যক্তি মো. ফরিদুল উল্লাহ (৪৩) দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।
ওসি আরও জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রোববার রাতে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মো. রিদুয়ানকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
আটক রিদুয়ান টেকনাফের চিহ্নিত মাদক কারবারি এবং সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানিয়েছেন ওসি গিয়াস উদ্দিন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।