Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogটেকনাফে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা...

টেকনাফে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ দিবসটি উপলক্ষ্যে র‍্যালি শেষে পৃথক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরী।

সভায় জনসাধারণকে অতি দ্রুত সময়ে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদান করা, জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সেবা পেতে আগে যে পরিমাণ হয়রানি ছিল তা শতভাগ কমিয়ে আনা, অতিরিক্ত টাকা না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা,দালাল চিহ্নিতকরণ, সেবা দিতে ভোগান্তি কমানো,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা দোকান চিহ্নিতকরণ, সকল পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন অমান্যকারীকে আইনের আওতায় নিয়ে আসাসহ আরো বিভিন্ন বিষয় তুলে ধরে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন পাওয়া নাগরিক হিসাবে জন্মগতভাবে মৌলিক অধিকার। জনসাধারণের নাগরিক সুবিধা পেতে এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এ অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহ সবসময় আন্তরিকভাবে সেবা দিয়ে যাবে। এক্ষেত্রে কোন ধরনের অভিযোগ থাকলে ভয়ভীতি উপেক্ষা করে সরাসরি আমার দপ্তরে এসে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিব। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি ও পরিবেশন নিয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি আইনানুগ ব্যবস্থা নিব।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী রবিউল হুসাইন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শফিউল হাবিব ভুইয়া প্রমুখ।

এসময় অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, পৌরসভার কর্মচারীগণ, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments