Wednesday, April 16, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogটেকনাফে জোরপূর্বক জমি দখল ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

টেকনাফে জোরপূর্বক জমি দখল ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;

কক্সবাজারের টেকনাফে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার বাসিন্দা মো. রফিকের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত রবিবার (৬ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- সাবরাং পানছড়ি পাড়ার মৃত সোনা আলীর ছেলে মো. খলিল (৫০), তার স্ত্রী রুজিনা আক্তার (৪২), একই ইউনিয়নের পেন্ডল পাড়ার কালু মিয়ার স্ত্রী জুহুরা খাতুন (৪০) ও মৃত আফলার ছেলে কালু মিয়া (৪৫)। এ ছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে রিনা আক্তার জানান, তার শ্বশুর সোনা আলীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে আসছিল। জমির মূল্য বৃদ্ধির সুযোগে তারা প্রায়ই হুমকি দিচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় গালাগাল ও মারধরের পাশাপাশি তাকে এবং তার স্বামী মো. রফিককে গুরুতর আহত করে। একপর্যায়ে তার গলায় থাকা এক ভরি আট আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা) এবং হাতে থাকা ২ ভরি আট আনা ওজনের চুড়ি (মূল্য আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা) ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

স্থানীয়দের সহায়তায় তারা আহত অবস্থায় উদ্ধার হন। তবে অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে। চিকিৎসার জন্য বিলম্বে থানায় এসে এজাহার দায়ের করেন বলে উল্লেখ করেন রিনা আক্তার।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments