
জাহাঙ্গীর শামস, কক্সবাজার:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে একটি নির্মাণাধীন ভবনের খোলা জায়গা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কোনার পাড়ায় মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত ‘ওয়েভস পয়েন্ট লিমিটেড’ নামের নির্মাণাধীন ভবনের খোলা জায়গায় গ্রেনেডটি পাওয়া যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সকালে এক স্থানীয় ব্যক্তি ভবনের খোলা জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে।”
তিনি আরও বলেন, “গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।”
কে বা কারা, কীভাবে গ্রেনেডটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।