
আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে অর্ধডজন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার বাসিন্দা নজির আলীর ছেলে ইব্রাহিম ওরফে সালমুন এবং টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার চিতাহলার সৈয়দ আকবরের ছেলে মো. জিয়াউর রহমান জিয়া।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র, সহকারী উপ-পরিদর্শক শাহ আলম ও মো. জাহিদ হোসেনসহ পুলিশের একটি দল হ্নীলা পশ্চিম সিকদারপাড়ায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম ওরফে সালমুনকে গ্রেফতার করে।
একই রাতে অপর একটি অভিযানে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সাত মামলার পরোয়ানাভুক্ত আসামি জিয়াউর রহমান জিয়াকেও গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার অস্ত্র মামলা নং ৪০(৮)১৯, জিআর-৭১৯/১৯; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ০৭(০৩)২০ ও জিআর নং ৭২০/১৯; মোহাম্মদপুর থানার মামলা নং ৩(১০)১৩; আকবরশাহ থানার মামলা নং ৬(৬)১৫, জিআর-১০৯/১৫ সহ একাধিক জিআর ও সিআর মামলা রয়েছে। তারা সবগুলো মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ওয়ারেন্ট তামিলের অভিযান অব্যাহত রয়েছে।