
টেকনাফ প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন মো. তারেকুর রহমান মানিক (২২), টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাইফুল হকের ছেলে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে তারেকুর রহমান মানিককে আটক করা হয়। তবে আরও ২-৩ জন মাদক কারবারী পালিয়ে যায়।
তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ও পলাতক সহযোগীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
উদ্ধারকৃত ইয়াবা এবং আটক মাদক কারবারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।