Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogডিসি পার্কে ১৩৬ প্রজাতির দুই লক্ষ ফুলের সমাহার

ডিসি পার্কে ১৩৬ প্রজাতির দুই লক্ষ ফুলের সমাহার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ফুল উৎসব, যা সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব সেজেছে নানা রঙের বাহারি ফুলের সমারোহে, যা দর্শনার্থীদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করছে। এবারের ফুল উৎসবে ১৩৬ প্রজাতির দুই লাখেরও বেশি ফুলের সমাহার রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম এই উৎসবে উপস্থিত হয়ে বলেন, “এবারের ফুল উৎসব দেশি-বিদেশি ফুলের সৌরভে পরিবেষ্টিত, যা সবার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে।” তিনি জানান, এবারের উৎসবে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুলের প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত আকর্ষণমূলক আয়োজন। এর মধ্যে রয়েছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী এবং মিউজিক ফেস্ট।

ফুল উৎসবে দর্শনার্থীদের জন্য রয়েছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম প্রদর্শনী। এছাড়াও উৎসবে আসা দর্শনার্থীরা নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার সুযোগ পাবেন। এ বছরের ফুল উৎসবকে আকর্ষণীয় করতে পার্কের বাগানটি সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে।

এছাড়া, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, দর্শনার্থীদের উৎসাহ দেখে এবারের ফুল উৎসব আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে এবং ১২ লাখ দর্শনার্থীর সমাগমের আশা করা হচ্ছে। ডিসি পার্কের জলাশয়ের পাশের খালি জায়গাগুলোতে ফুল গাছ সাজানো হয়েছে, এবং জলাশয়ের মাঝেও বাঁশের সাঁকো, মাচা ও ভাসমান বাগান রাখা হয়েছে।

এবারের ফুল উৎসবে বিশেষভাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

উৎসবটি শুরু হয়েছে শনিবার থেকে, যা মাসব্যাপী চলবে। ডিসি পার্কের দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কে প্রবেশ করতে পারবেন, এবং টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা।

ফুল উৎসবের আয়োজনের জন্য গাছ সরবরাহের দায়িত্বে রয়েছে ইফা ল্যান্ডস্ক্যাপ গার্ডেন ডিজাইন অ্যান্ড অ্যাগ্রো ফার্মা। কোম্পানির স্বত্বাধিকারী কাউসার আল ইমরান জানান, দেড় মাস ধরে ফুল উৎসবের প্রস্তুতি চলছে এবং ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ বছরেও ডিসি পার্কে প্রায় ১২ লাখ দর্শনার্থী উপস্থিতির আশায়, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলপ্রেমীরা উৎসবে যোগ দিতে আসছেন। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।

পার্কের জলাশয়ের পাশে খালি জায়গায় শেডে বসানো হয়েছে ফুল গাছ। কোনোটি লাল, কোনোটি হলুদ, গোলাপি, সাদা কিংবা মেরুণ। জলাশয়ের মাঝেও বসেছে বাঁশের সাঁকো, মাচা। সেখানেও বসবে ফুলসহ গাছ। থাকবে পানিতে ভাসানো বাগানও।
যশোর, রংপুর, ঢাকা, দিনাজপুর, বগুড়াসহ সারা দেশ থেকেই আনা হয়েছে এসব ফুল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ রয়েছে ‘বন্দর-ফৌজদারহাট টোল রোড’। ঝাউগাছ আর জলাশয় পাশ দিয়ে যাওয়া এই সড়কটি যুক্ত হয়েছে মেরিন ড্রাইভ হয়ে আউটার রিং রোডের সঙ্গে। ফৌজদারহাট থেকে এ টোল রোড ধরে কিছুদূর গেলেই ডিসি পার্কে চোখে পড়বে ফুলের সমাহার।
আগের বারের মত এবারও ফুল উৎসবে গাছ সরবরাহের দায়িত্ব পেয়েছে ইফা ল্যান্ডস্ক্যাপ গার্ডেন ডিজাইন অ্যান্ড অ্যাগ্রো ফার্মা।

কোম্পানির স্বত্বাধিকারী কাউসার আল ইমরান বলেন, দেড় মাস ধরে ফুল উৎসবের প্রস্তুতি চলেছে। ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুক্রবারের মধ্যেই পুরোপুরি কাজ শেষ হবে।

সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গাটি দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্ট। ২০২২ সালে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে। নাম দেওয়া হয় ‘ডিসি পার্ক’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments