
এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা মিরাজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।