
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, এবং সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।
প্রস্তাব জমার প্রক্রিয়া:বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংশ্লিষ্ট কমিশন প্রধানরা এ প্রতিবেদন জমা দেন।জমা দেওয়া প্রস্তাবগুলো নিয়ে বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
বিচার ও জনপ্রশাসন কমিশনের সময় বাড়ানো: বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের জন্য সংস্কার প্রস্তাব জমার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজনৈতিক সংলাপের পরিকল্পনা: এসব সংস্কার প্রস্তাব পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার সংলাপ শুরু করবে। চলতি মাসেই সংলাপ শুরু হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে।
কমিশনগুলোর মতামত সংগ্রহ: কমিশনগুলো বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের মতামত নিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে ৩৮টি রাজনৈতিক জোট ও দল তাদের প্রস্তাব লিখিতভাবে জমা দিয়েছে। পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। কমিশনের নিজস্ব ওয়েবসাইট ও ই-মেইলেও মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।
গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার চারটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল।