
সিবিএন ডেস্ক ;
দিনাজপুর ও পার্বতীপুর মালিক সমিতির দ্বন্দ্বে গত ১১ দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে পার্বতীপুর থেকে রংপুর, দিনাজপুর, ফুলবাড়ী এবং সৈয়দপুর রুটে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং প্রায় ৫ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।
পার্বতীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের মালিক পক্ষের সুপারভাইজার মোহসীন আলী ঝেল্লার মতে, দিনাজপুর মোটর মালিক সমিতি ও পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ১৮ ডিসেম্বর থেকে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর বাস-মিনি-বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান জানান, ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলার অংশ ৩৫ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকায়। এই রুটে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা থাকলেও বর্তমানে এই সংখ্যা মাত্র একটি।
সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বেকার অবস্থায় সময় পার করছেন। একজন বাসচালক শামসুল আলম জানান, বাসের চাকা না ঘোরায় দিন আনা দিন খাওয়া শ্রমিকদের পরিবারে চরম সংকট দেখা দিয়েছে।
দিনাজপুর মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭-এর যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার জানান, মালিকদের দ্বন্দ্বের কারণে শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
দিনাজপুর মোটর মালিক সমিতির সভাপতি ভবানী বাবু জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।