Thursday, May 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogনাফ নদী থেকে চার জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

নাফ নদী থেকে চার জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে নাফ নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো এদিনও ড্রামের তৈরি ভেলায় করে জেলেরা দমদমিয়া এলাকার নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। তবে সঙ্গীদের মধ্যে কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আজও চারজনকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments