সিবিএন ডেস্ক ;
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরি করতে এসে ধরা পড়েছেন মায়ানমারের দুই রোহিঙ্গা তরুণী। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাসপোর্ট আবেদন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হন, গ্রেপ্তারকৃত দুজনই মিয়ানমারের নাগরিক। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই তরুণী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোরী এবং অপরজন রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি ওরফে মরিয়ম বিবি (২২)।
তাদের কাছ থেকে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে তিনটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র, প্রত্যয়নপত্র, পৌর করের বিল, জমির খতিয়ান, এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রদত্ত মিয়ানমারের নাগরিকদের স্মার্ট কার্ড উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, “দালালের মাধ্যমে তারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যারা এই জালিয়াতিতে সহায়তা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।”