Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogপুলিশে চাকুরি দেওয়ার নামে প্রতারণা, ধরা পড়লো নিখিল বড়ুয়া

পুলিশে চাকুরি দেওয়ার নামে প্রতারণা, ধরা পড়লো নিখিল বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শক্রতার জের নিজের দুই শ্যালককে এসিড নিক্ষেপের মামলায় অনিয়মের অভিযোগে পুলিশ থেকে চাকরিচ্যুত কনস্টেবল নিখিল বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেবার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার শহরের হোটেল আলিফ ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কক্সবাজার পরিদর্শক সুনীল দাস। গ্রেপ্তারকৃত নিখিলের বিরুদ্ধে শুধু এসিড নিক্ষেপ নয় পুলিশে চাকরি দেবার কথা বলে বিভিন্ন যুবককে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। তার ফাঁদে পা দিয়ে অনেকে হারিয়েছেন মূল্যবান সময়। হারিয়েছেন লাখ লাখ টাকা। যা নিয়ে ২০২৪ এর ২১ জানুয়ারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তারপর তদন্ত শেষে ওই বছরের আগস্টে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত করা হয়৷ তখন তিনি পঞ্চগড় জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সিআইডির পরিদর্শ সুনীল দাস বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে হোটেল আলিফ ইন্টারন্যাশনালের ৬০৯ নাম্বার কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

ভুক্তভোগী আক্য বলেন, নিখিল বড়ুয়া আমাকে সিআইডিতে চাকুরী দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শুধু আমি নয়, আমার মতো আরও ১৫ জন থেকে একই কায়দায় টাকা হাতিয়ে নেয়। তার খবর পেয়ে আমরা চলে আসি।

২৫ অক্টোবর রাত ১০ টার দিকে টিপু বড়ুয়া তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাচাতো ভাই দীপক বড়ুয়াসহ বাড়ি ফেরার পথে চৌমুহনী ভিক্টর প্লাজার বিপরীতে জাহেদ হোসেন মার্কেটের সামনে এলে নিখিল বড়ুয়া ও অজ্ঞাত আরও ৩-৪ জন লোক তাদের দিকে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দুজনের সরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ২৯ অক্টোবর ভুক্তভোগী টিপু বড়ুয়ার মা প্রকৃতা বড়ুয়া বাদী হয়ে মামলা রামু থানায় মামলা দায়ের করেন৷ তিনি আরও জানান, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments