
মো. আরকান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি শ্যালোমেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডালার মুখের চৌকিদারপাড়া ও রমিজপাড়ায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জমান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রমিজপাড়ায় বালু উত্তোলন অবস্থায় একই এলাকার মৃত কালা বাশির ছেলে জসিম উদ্দিন (৪৫), সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী হোসেন (৫৬) ও চৌকিদারপাড়ার মৃত রওশন আলীর ছেলে বাদশার কাছ থেকে তিনটি শ্যালোমেশিন জব্দ করা হয়। পরে সোনাইছড়ি ছড়ার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি শ্যালোমেশিন উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট চারটি মেশিন জব্দ করে বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বন বিভাগ জানায়, গত দুই মাস ধরে অভিযুক্তরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে টৈটং বিট কর্মকর্তা জমির উদ্দিন, বারবাকিয়া বিট কর্মকর্তা সাজিবসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।