Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogপেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় এবং পেকুয়া আলিয়া মাদ্রাসায় বই উৎসব

পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় এবং পেকুয়া আলিয়া মাদ্রাসায় বই উৎসব

মো. আরকান, পেকুয়া:
সকালে নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রাণের বিদ্যাপিঠে ভীড় জমায় শিক্ষার্থীরা। উপজেলার সবকয়টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, সমমান মাদ্রাসা ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

এ উপলক্ষে পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়, পেকুয়া আলিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে নবীন বরণ ও বই বিতরণের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাতা পরিচালক ও পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাসান রব্বানী’র সভাপতিত্বে সকাল ১০ টায় স্কুলের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুচ কাদেরী, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নুরুল আবছার, পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন আমিন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, ফাশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন নোমান, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন উর রশিদ, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ম্যানেজার আবদুর রহিম, পেকুয়া হেদায়েতুল উলুম মাদ্রাসার সহ সভাপতি মাহবুব উল আলম ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী আলী আজম।
সহকারী শিক্ষক নাইমুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে পেকুয়া আলিয়া মাদ্রাসা সভাপতি আবুল হাসেম, সাংবাদিক জয়নাল আবেদীন, জাকের হোসেনসহ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments