Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogপেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনষ্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি

পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনষ্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি

মো. আরকান, পেকুয়া:

পেকুয়ার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশন এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন” এর প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি’র অভিষেক অনুষ্ঠান গত ০৩/০১/২০২৫ ইং তারিখে চট্টগ্রামস্থ অস্থায়ী কার্যালয়: চিটাগাং ল’ ইনস্টিটিউট, চকবাজার, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

উক্ত কমিটিতে প্রফেসর আমিরুল মোস্তফা সভাপতি, বাবলা বিশ্বাস সাধারণ সম্পাদক মনোনীত হন।

কমিটিতে আরিফ আহমেদ, ডিজিএম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, মাহফুজুল হক, যুগ্ন পরিচালক, বাংলাদেশ ব্যাংক, আবুল হাশেম, প্রধান শিক্ষক, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাব্বির ইকবাল সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা, (উপসচিব), চট্টগ্রাম জেলা পরিষদ, প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মাওলা, প্রো ভাইস-চ্যান্সেলর, আন্তর্জাতিক, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ডাক্তার মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পেকুয়া, এ টি এম মিসবাহুল কবির, পরিচালক, রাইতা ইন্টারন্যাশনাল, জাপান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন।

এডভোকেট আব্দুল মান্নান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এডভোকেট মোঃ ইউনুচ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম, বেলাল উদ্দিন এফসিজিএ, পরিচালক, সমহার, আদাবর, ঢাকা, গিয়াস উদ্দিন, ব্যবসায়ী, ফরমান এলাহি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ম্যানেজার) স্ট্যান্ডার্ড ব্যাংক, আগ্রাবাদ চট্টগ্রাম, মুজিবুল হক চৌধুরী, অধ্যক্ষ, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,পেকুয়া, নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, সালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ-সভাপতি হিসেবে মনোনীত হন।

মোছলেহ উদ্দীন, পরিচালক, চিটাগাং ল’ ইনস্টিটিউট, চট্টগ্রাম, আবু খালেদ, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ মর্টগেজ রিটেল বিসনেস ডিভিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা, তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যুগ্ম- সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

কোষাধ্যক্ষ হিসেবে – এ.এ.এম. সাজ্জাদুল হক, পরিচালক, রিয়েল টেক সলিউশন, চট্টগ্রাম, সহ-কোষাধ্যক্ষ হিসেবে- এডভাকেট নাজিম উদ্দিন, জজ কোট, চট্টগ্রাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে- বেলাল মাহমুদ বাবুল, প্রশাসনিক কর্মকর্তা, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন, পুলিশ পরিদর্শক (সিআইডি) এবং মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট),

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রফিক আহমেদ, সিনিয়র শিক্ষক , সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, শিক্ষা ,গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. এইচ.এম. আব্দুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম, পরিচালক, রোমায়ন, এন্টারপ্রাইজ, খাতুন গঞ্জ, চট্টগ্রাম, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক: ডাক্তার মনিরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হারুন- অর- রশিদ, সিনিয়র আউটডোর অফিসার, চট্টগ্রাম বন্দর, দপ্তর সম্পাদক সাহেদ উল্লাহ ছিদ্দিকী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার), সোনালী ব্যাংক পিএলসি, পটিয়া,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিচালক, মেডিকেয়ার হসপিটাল,পাঁচলাইশ, চট্টগ্রাম,
মহিলা বিষয়ক সম্পাদক ইফফাত সরোয়ার, নারী উদ্যোক্তা, সহ মহিলা বিষয়ক সম্পাদকঃ জামিলা নেওয়াজ আইরিন, নারী উদ্যোক্তা,ছাত্র বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্যবিদ্যালয়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহেদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং সহকারি পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত,চট্টগ্রাম,আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, ম্যানেজার, ওয়েল ফুড, জি ই সি, চট্টগ্রাম, সহ আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ তাসিফুর রহমান মনির , সহকারী কর্মকর্তা, চিটাগাং ল’ ইনস্টিটিউট,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ সায়েদ কবির, পরিচালক, ক্রিয়েট এ্যাড কমিউনিকেশন।

নির্বাহী সদস্য এডভোকেট মুজিবুল হক- বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এডভোকেট ছিদ্দিক আজাদ- বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ইয়াসমিন আক্তার- প্রধান শিক্ষক, কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এডভোকেট মসহুদুজ্জামান- বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব সাইদুর রহমান সিফাত- শিক্ষক পেকুয়া সরকারি মডেল জি,এম,সি ইনস্টিটিউশন, তৌহিদ ইসলাম- পরিচালক, গ্লোরিয়ার্স কোচিং সেন্টার, চট্টগ্রাম, ডা. এম. এ. মনসুর -এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), নাক কান ও গলা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাহাব উদ্দিন- সমবায় ক্যাডার (বিসিএস), জনাব ইমরান সুমন- ম্যানেজার ইনভেষ্টমেন্ট ফাষ্ট ক্যাপিটাল সিকিউরিটিস লিমিটেড, চট্টগ্রাম, মারুফাতুল জান্নাত- ছাত্রী প্রতিনিধি, জনাব মো: সাইদ আনোয়ার জিহাদ- ছাত্র প্রতিনিধি, জনাবা সুলতানা কবির সাথী- ছাত্রী প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দীনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ডা: মজিবুর রহমান, শাব্বির ইকবাল সুমন, মুজিবুল হক চৌধুরী, মাষ্টার নাছির উদ্দিন, মাহফুজুল হক, এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট মোঃ ইউনুচ এবং নাছির উদ্দিন।

এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে নতুন পদে অভিষিক্ত প্রত্যেক সদস্য তাদের মতামত ব্যক্ত করেন। সভায় বক্তাগণ এসোসিয়েশনের মাধ্যমে জি.এম.সি’র সাবেক শিক্ষার্থীর মধ্যে একটি দৃঢ় সেতু বন্ধন তৈরি করার প্রয়াস ব্যক্ত করেন এবং এলামনাই এসোসিয়েশনকে রাজনীতির ঊর্ধ্বে একটি কল্যাণধর্মী শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিও গুরুত্ব আরোপ করেন।

জিএমসিয়ান পরিবার অনেক বৃহৎ। অনেক সফল মানুষ এই বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছেন। তাদের ক্ষুদ্র একটি অংশ নিয়ে তৈরি হয়েছে এলামনাই এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি। আমাদের সবার বিদ্যালয়ের স্বার্থে, এলাকার স্বার্থে সুসংগঠিত থাকা উচিত। সকল প্রাক্তনদের উচিত এলামনাইয়ের সদস্য হওয়া। বর্তমান যুগে, Knowledge is power but communication is superpower. তাই, সকলের প্রতি আহবান থাকবে আমরা যেন একই পরিবারের অংশ হই। সবাই বিদ্যালয় তথা দেশের জন্য মঙ্গলজনক কাজ করি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments