
সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি’র যৌথ উদ্যোগে পরিচালিত আই ই সি ডি কার্যক্রম হতে ১৬১ জন শিশুর মধ্যে সুপারিশকৃত ২৩ জন ৫ বছর বয়সী শিশুকে টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তিচ্ছুক শিশুদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (সিপিপিসি) প্রকল্প অনুষ্ঠানটির আয়োজন করেন। সকল শিশুকে এফআইভিডিবি-সিপিসিপি প্রকল্পের পক্ষ থেকে শিক্ষা উপকরন উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও অন্যান্য শিক্ষক বৃন্দ।
উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখ্য সিপিপিসি প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাদিয়া জেসমিন ও ফিল্ড অর্গানাইজার হাফসা খানম সুমি এবং সম্মানীত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন- ”আমরা শিশুদের যত ভালো করে যত্ন নিব , তত ভালো করে করে শিশুরা গড়ে উঠবে”।
তিনি আরোও বলেন-”শিশুদেরকে শিশু শ্রম থেকে বিরত রাখতে শিক্ষার বিকল্প নাই।” সকল মহলে যথাযথ সচেতনা তৈরি করে নিরাপদ ও আনন্দময় পরিবেশে শিশুর বেড়ে উঠা সুনিশ্চিত করতে উপস্থিত সকলকে সহযোগিতা করার আহবান জানান।
সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন- ”প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার আছে।” এফআইভিডিবি-সিপিসিপি প্রকল্পের আওতাধীন শিশুদের বিদ্যালয় সহ অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এফআইভিডিবিকে সাহায্যের অনুরোধ করেন।
উপস্থিত অভিভাবক কুলসুমা বেগম অভিমত পোষণ করেন যে, কন্যা শিশুরা বেশি অবহেলা ও সহিংসতার শিকার হয়ে থাকে, এই পরিস্থিতি পরিবর্তনে সমাজের সকলকে সচেতন হতে হবে। পরিশেষে সকল শিশুর জন্য শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।