
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এই সময়সীমা সামনে রেখে পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “চার নম্বর গিয়ারে গাড়ি চালানোর মতো, আমরাও সেভাবেই ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার যখন চাইবে, আমরা প্রস্তুত থাকব।”
প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে সিইসি জানান, “নির্বাচনের নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা হয়নি। তবে, প্রধান উপদেষ্টা আমাদের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।”
তিনি আরও বলেন, “নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়—এটি নিশ্চিত করতে কমিশন আন্তরিকভাবে কাজ করছে। যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”