এস এম সাইফুল ইসলাম, প্রতিনিধি: পাসপোর্ট সংশোধনের দাবিতে ফ্রান্সে বাংলাদেশি এম্বাসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।
বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে এই কর্মসূচি শুরু হয়।
অবস্থানরত প্রবাসীরা জানান, প্রায় ৩ হাজার বাংলাদেশি প্রবাসী ফ্রান্সে পাসপোর্ট সংশোধন ও এনআইডি অভাবজনিত কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তাঁরা জানান, ১ থেকে ২ বছর এর অধিক সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁরা পাসপোর্ট সংশোধন করতে সক্ষম হননি। পাসপোর্ট সংশোধনে অস্বাভাবিক বিলম্ব হওয়ার কারনে তাঁরা প্রবাসে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না।
কী কারণে বিলম্ব হচ্ছে জানতে চাইলে তাঁরা জানান, জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে সক্ষম হলেও এনআইডি সংক্রান্ত কোন সেবা চালু না থাকায় এনআইডি করতে সক্ষম হননি। ফলে এনআইডি কার্ড না থাকায় তাঁদের পাসপোর্ট সংশোধনের সুযোগ হচ্ছেনা। দাবি আদায় পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।
The post ফ্রান্সে পাসপোর্ট সংশোধনের দাবিতে এম্বাসির সামনে প্রবাসীদের অবস্থান কর্মসূচি appeared first on Face The People.