
আবদুর রশিদ, বান্দরবান ;
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী আলমগীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুহেনা মোস্তাফা কামাল (রুমু)। ২৪ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে জ্যেষ্ঠ ও তরুণ আইনজীবীদের সমন্বয় রাখা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া এবং মোহাম্মদ ইসমাইল। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মামুন মিয়া, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট মো. আমিন উল্লাহ বিপ্লব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম, অ্যাডভোকেট মো. ইকবাল হোসাইন এবং অ্যাডভোকেট রোশনী বিনতে জহুর।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন। প্রচার সম্পাদক অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর এবং সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. সোয়াইবুল ইসলাম। মহিলা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মেনুসাং মার্মা।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শামসুল হক রনি, অ্যাডভোকেট জয়নাল আবেদীন সম্রাট, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান, অ্যাডভোকেট আজিজুল হাকিম, অ্যাডভোকেট আজিজুল রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট মো. আজিজুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস তানিয়া, অ্যাডভোকেট রবিউল হোসেন ইরান এবং অ্যাডভোকেট মো. আলী জওহার।
নতুন কমিটির নেতারা জানিয়েছেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।