Friday, July 4, 2025
PalongTV OnlinePalongTV Online
Homeজাতীয়বিচারের দাবিতে যারা ব্যবসা করছে, এদেরকে চিহ্নিত করব: আসিফ নজরুল

বিচারের দাবিতে যারা ব্যবসা করছে, এদেরকে চিহ্নিত করব: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমনটা জানান। 

সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।

‘কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে করে দেব। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব’, যোগ করেন আইন উপদেষ্টা। 

পুলিশ কেন কাজ করছে না এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?

যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে, প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা।

The post বিচারের দাবিতে যারা ব্যবসা করছে, এদেরকে চিহ্নিত করব: আসিফ নজরুল appeared first on Face The People.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments