বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতে ছিলো সতীদাহ প্রথা, এখন নথিদাহ প্রথা। অতীতে ফ্যাসিবাদী হাসিনা সবাইকে নির্যাতন করেছে।
মঙ্গলবার(৩১) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এসব কথা জানান।
৫ আগস্টের পর আজ পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক হয় নাই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভাইয়েরা আক্রান্ত হচ্ছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। বিপ্লবীরা আক্রান্ত হলে তার দায় সরকারকে নিতে হবে।
সিন্ডিকেট এখনও রয়ে গেছে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে হাসনাত বলেন, সিন্ডিকেট যদি হাত বদল হয়ে থেকেই যায় আপনাদের কাজ কী। সিন্ডিকেটের হাত ভাঙুন।
এ সময় তিনি দাবি তুলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
শাপলা চত্ত্বরে লাইট নিভিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই হত্যার বিচার করতে হবে।
গত ১৬ বছরের গুম, খুনের বিচার করতে হবে
তিনি বলেন, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। আমাদের জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র ছিলো না। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা করতে হবে৷
ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ১৫ জানুয়ারির পর্যন্ত আপনারা মানুষের কথা শুনবেন। আওয়ামী লীগের বিপক্ষে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে।
এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার এমনটা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
The post বিপ্লবীরা আক্রান্ত হলে দায় সরকারকে নিতে হবে: হাসনাত আবদুল্লাহ appeared first on Face The People.