শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য অনুকূলে নয় সরকার বরং চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলেই জানান মন্ত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, তারা স্কুল-কলেজ খোলার জন্য পরিস্থিতি দেখছেন। মহিবুল হাসান আরও বলেন, ‘আল্টিমেটাম দেওয়ার পর যখন সহিংসতার ঘটনা ঘটে, তখন দায় তাদের ওপর পড়ে, যারা আল্টিমেটাম দিয়েছে।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
The post বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী appeared first on Face The People.