Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংঘর্ষ, আহত ৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংঘর্ষ, আহত ৭

সিবিএন ডেস্ক

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারীসহ অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪) এবং ডেমরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)।

আহত আল আমিন জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভায় তাদের একজন সহযোদ্ধার ওপর হামলা হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা করতে গেলে নাঈম, আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমি এই ঘটনা শুনে হাসপাতালে এসেছি। ভেতরে গিয়ে পুরো বিষয়টি জানার পর বিস্তারিত বলব।” তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, “বাংলামোটর থেকে আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এই সংঘর্ষে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments