Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogভোটার হতে হিজড়াদের জন্য প্রত্যয়ন বাধ্যতামূলক

ভোটার হতে হিজড়াদের জন্য প্রত্যয়ন বাধ্যতামূলক

সিবিএন ডেস্ক

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হিজড়া জনগোষ্ঠীর জন্য সমাজসেবা বা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচিতে ইসি নির্দেশ দিয়েছে, যাতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকার হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার পর এখন তারা হিজড়া লিঙ্গ হিসেবে ভোটার হতে পারবেন। তবে সমাজসেবা দপ্তর বা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্রের ভিত্তিতেই নিবন্ধন সম্ভব হবে।

২০১৩ সালে মন্ত্রিসভায় হিজড়াদের স্বীকৃতি দেওয়া হয় এবং ২০১৪ সালে তা কার্যকর করা হয়। এর ধারাবাহিকতায় ইসি ২০১৯ সালে নারী ও পুরুষের পাশাপাশি হিজড়া লিঙ্গকে অন্তর্ভুক্ত করে।

বর্তমানে দেশে এক হাজারের মতো হিজড়া ভোটার তালিকায় রয়েছেন। ইসির তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে এবং ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, যা ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জন্মসনদ, নাগরিকত্ব সনদ, নিকট আত্মীয়ের এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, এবং ইউটিলিটি বিলের কপি। ইসি সতর্ক করেছে, দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments