
সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী এলাকায় অপহৃত এক ইজিবাইক চালক ও তার গাড়ি উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৯ এপ্রিল) মধ্যরাতে দারাখাল ব্রিজ এলাকায় নৌবাহিনী ও পুলিশ এই অভিযান চালায়।
উদ্ধার হওয়া চালক ওমর ফারুক (৪২) পেশায় একজন ইজিবাইক চালক। তবে অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ।
ওসি জানান, শুক্রবার রাত ৯টার দিকে কালারমারছড়া বাজার থেকে অজ্ঞাত দুই ব্যক্তি যাত্রী সেজে ফারুকের ইজিবাইক ভাড়া নেয়। মাতারবাড়ী এলাকায় পৌঁছালে আরও ১০-১২ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে চালকসহ ইজিবাইকটি অপহরণ করে। পরে চালককে জিম্মি করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা আদায়ও করে তারা।
নৌবাহিনী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে যৌথভাবে অভিযান চালানো হয়। দুটি দল ভাগ হয়ে নতুন বাজার, পাওয়ার প্ল্যান্ট, লবণ মাঠসহ আশপাশের এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।