Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogমহেশখালীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

মহেশখালীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি;

কক্সবাজার জেলার মহেশখালীতে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন।

২৯ শে সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন. উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোরকঘাটা-কালামারছড়া সড়কের পূর্বপাশে আনছারুল করিমের নামে ৪৮৫ নং খতিয়ানে ০.৪ শতক মালিকানা জমির থাকার সত্ত্বেও তিনি প্রধান সড়ক পশ্চিমের সরকারি জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেন জানান, ধলঘাট পাড়ায় সরকারি জায়গা দখল করে পার্শ্ববর্তী পানিরছড়া গ্রামের আনছারুল করিম নামে এক ব্যক্তি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দোকানঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে সরকারি নির্দেশ দিয়ে সরকারি জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণ না কারার ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments