Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogমহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

মহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

সরওয়ার কামাল, মহেশখালী;

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬টি ওয়ারেন্টভুক্ত ৪ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়ছার হামিদের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম), এসআই সুমিত বড়ুয়া, এসআই মোশারফ হোসেন, এএসআই এমদাদ, এএসআই এজাহার ও এএসআই লিংকনসহ সঙ্গীয় ফোর্স গত ১৯ জানুয়ারি গভীর রাতে মহেশখালীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা: ১. অরুন শীল ওরফে মনিয়া (৫৩): শীলপাড়া, বড় মহেশখালী ইউনিয়ন, সিআর-৯৫৮/২০ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত, পিতা: মৃত যোগেন্দ্র নাথ।মো. শাহজাহান (৩৫), কেরুনতলী, হোয়ানক ইউনিয়ন, জিআর-১২/১২, জিআর-০১/০৮, জিআর-০৯/১৪ মামলার ওয়ারেন্টভুক্ত, পিতা: আবদুল হামিদ। আবদুল মোনাফ (৪৫):নোনাছড়ি, কালারমারছড়া ইউনিয়ন, জিআর-৩৩৩/১৩ মামলার ওয়ারেন্টভুক্ত, পিতা: জাবের আহম্মেদ। ফরিদুল আলম (৩৫): দক্ষিণ ঝাপুয়া, জিআর-২৫/০৬ মামলার ওয়ারেন্টভুক্ত, পিতা: মোহাম্মদ হোসন,

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়ছার হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মহেশখালীর অপরাধ দমনে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments