
সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের মহেশখালীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাধা দেয়ায় প্রেমিকার চাচাতো ভাই নুরনবী (২০) খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এই ঘটনা ঘটে।
সিপাহি পাড়ার যুবক সাগর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে মাইজপাড়া গ্রামে যান। স্থানীয়রা দেখে তাকে ধাওয়া করেন এবং ঘটনাটি প্রেমিকার পরিবারকে জানান। সাগরকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ছেড়ে দেয়া হয়।
লোকমুখে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে সাগর ও তার বাবা ফরিদ মিয়া ২০-৩০ জন লোক নিয়ে প্রেমিকার বাড়িতে হামলা চালান। এতে চাচাতো ভাই নুরনবীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে নুরনবীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।