
হোবাইব সজীব:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে একটি বখাটে চক্রের হামলায় নুরুল নবী নামের (২২) বছরে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত ব্যক্তি ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ফরিদ এর পুত্র।
জানা গেছে- দক্ষিণ মাইজপাড়া এলাকার এক তরুণীর সাথে একই ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, সে সম্পর্কের সূত্র ধরে ১৪ জানুয়ারী ( মঙ্গলবার) মধ্যে রাতে ওই যুবক গোপনে তরুণীর সাথে দেখা করতে আসে। এ সময় তরুণীর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে নারীর সাথে দেখা করতে আসা যুবককে আটক করে রাখেন। এক পর্যায়ে ওই যুবক ধস্তাধস্তি করে ওখান থেকে ছিটকে চলে যায়। ঘটনার কিছু সময় পর দলবল নিয়ে ফের ওই যুবক ঘটনাস্থলে এসে তরুণীর চাচাত ভাই নুরুল নবীর উপর হামলে পড়ে। তার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তার বীরদর্পে চলে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানেসেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ হামলাকারীদের গ্রেপাতারে চিরুনি অভিযান চালাচ্ছে।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান- ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। কি কারণে হত্যা করা হয়েছে সেটির তদন্ত করা হচ্ছে।