এইচ এম রুহুল কাদের’ মহেশখালী ;
দেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান কোডেকের উদ্যোগে মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
গত ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোডেক মহেশখালী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে। প্রতিষ্ঠান গুলো হলো বড় মহেশখালীর আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়, কুতুবজোম ইউনিয়নের কুতুবজোম অফ-সোর হাই স্কুল, ছোট মহেশখালীতে আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হোয়ানকের আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, এবং মাতারবাড়ী ইউনিয়নের সৃজনী কে.জি.এন্ড মাধ্যমিক স্কুল। উক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বমোট ২৭৫টি গাছের চারা রোপণ করা হয়। সমস্ত গাছের চারা গরু-ছাগলের মতো সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রাখতে শক্ত জালের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে । এই পদক্ষেপগুলি প্রকল্প ফলাফল ০২ (সংক্ষিপ্তভাবে ইকোসিস্টেম পুনরুদ্ধার) এর অধীনে নেওয়া হয়েছিল এবং প্রকল্পটি হল “ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস”যা অক্সফ্যাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহায়তাপুষ্ট ।
প্রকল্পের সকল কর্মকর্তা যথাসময়ে এই কার্যক্রমগুলি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। এটা একটা বড় আশা যে, কোডেক-এর এই উদ্যোগগুলি ইকোসিস্টেম পুনরুদ্ধারে অন্তত একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনবে।