
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অভিযানে তিন হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারগামী একটি সিএনজি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
রেজুখাল চেকপোস্টে বিজিবির নিয়মিত টহল দল তল্লাশিকালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে। আটককৃতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিনুল ইসলাম (৩২) এবং সিলেট সদর উপজেলার ছকিনা বেগম (৬৩)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের কাছ থেকে ৩ হাজার ইয়াবার পাশাপাশি একটি স্মার্টফোন, একটি বাটনফোন এবং একটি জিফোনও জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি। তিনি বলেন, “মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।”