Saturday, July 5, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogযশোরে আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ও স্বর্ণালংকার চুরির হিড়িক

যশোরে আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ও স্বর্ণালংকার চুরির হিড়িক

সিবিএন ডেস্ক ;

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অনেকে যশোর কোতয়ালী মডেল থানায় জিডি করতে ভিড় জমিয়েছেন।

যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানান, গভীর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত মোবাইল ও স্বর্ণালংকার হারানোর অভিযোগে ৩০০টিরও বেশি জিডি করা হয়েছে। তিনি বলেন, “যারা ডকুমেন্ট দেখাতে পেরেছেন, তারা জিডি করতে সক্ষম হয়েছেন। তবে জিডির সংখ্যা আরও বাড়তে পারে।”

সরেজমিনে থানায় গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলা হয়। ইব্রাহিম হোসেন নামে একজন জানান, তার মায়ের দেড় ভরির একটি গলার হার চুরি হয়েছে। একইভাবে হয়রত হোসেন জানান, তার স্ত্রীও স্বর্ণের চেইন হারিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, চুরি হওয়া সামগ্রীর কাগজপত্র না থাকায় জিডি করতে পারেননি।

বেজপাড়া এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, “ইমান আমল ঠিক করতে মাহফিলে গিয়েছিলাম। কিন্তু চোরেরা সেখানে তাদের ব্যবসা খুঁজে নিলো।”

যশোর কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “মাহফিলে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়েছিল। চুরির অনেক অভিযোগ পেয়েছি। তবে পদদলিত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ছড়ানো গুজব থেকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

শুক্রবার ছিল আদ্-দ্বীন ফাউন্ডেশনের তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে ভোর থেকেই মানুষের ঢল নামে। বিকেলের পর সড়ক ও মহাসড়কজুড়ে হাজার হাজার মানুষ জমায়েত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments