হাকিকুল ইসলাম খোকন:
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় ২০ জানুয়ারি ২০২৫, সোমবার রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় তিনি আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং তাদের পরিবার। ট্রাম্প পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলানিয়া ট্রাম্প, ব্যারন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং অন্যান্যরা।
বিশেষ অতিথিদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ছাড়াও উপস্থিত ছিলেন প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা—ইলন মাস্ক, সুন্দর পিচাই, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস।
শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে তার বক্তব্যে “আমেরিকা ফার্স্ট” নীতির প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার কথা বলেন এবং দেশের অর্থনীতি, শিক্ষা, এবং প্রযুক্তি খাতে নতুন বিপ্লব আনার ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “আজকের দিনটি শুধু ক্ষমতার হস্তান্তরের নয়, এটি জনগণের কাছে তাদের অধিকার পুনরুদ্ধারের দিন।”
তিনি আরও যোগ করেন, “আমরা আমেরিকাকে আবার শক্তিশালী, ধনী, এবং গর্বিত করে তুলব। এবং হ্যাঁ, আমরা আমেরিকাকে আবার মহান করব।”
ট্রাম্প তার বক্তব্যে বিশ্ববাসীর কাছে নতুন যুগের বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব জাতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করলেন। তার প্রতিশ্রুতিগুলো আমেরিকার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে কী ধরনের পরিবর্তন আনবে তা নিয়ে দেশ এবং বিশ্ববাসীর মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।