Wednesday, January 22, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogরামাদা মালিক জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

রামাদা মালিক জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর রামু ঈদগাঁও ৩ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির মৎস্য জীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে হোটেল রামাদা মালিক জসিম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “চট্টগ্রাম প্রতিদিন” এর বিরুদ্ধে তথ্য আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার রুমন বলেন, “রংধনু গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন সৃষ্ট সমস্যা সমাধানে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল সামাজিক দায়িত্ব পালন করেছেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে মিথ্যাচার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ২৪ ঘণ্টার মধ্যে জসিম উদ্দিনের গ্রেফতার দাবি করছি।”

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক রাশেদ বলেন, “ভূমিদস্যু, চাঁদাবাজ, এবং মিথ্যাচারকারী জসিম উদ্দিন তার ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তাকে অবিলম্বে গ্রেফতার করা না হলে হোটেল রামাদা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি।”

সাবেক এমপি কাজলের বিবৃতি
সাবেক এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেন, “মানবিক কারণে হোটেল রামাদা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আমি মধ্যস্থতা করি এবং আপোষে সমস্যার সমাধান করি। কিন্তু জসিম উদ্দিন মিথ্যা সংবাদ প্রচার করে প্রকৃত ঘটনাকে আড়াল করার অপচেষ্টা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, আমি আইনানুগ ব্যবস্থা নেব।”

কক্সবাজারের সচেতন রাজনৈতিক ও সামাজিক মহল এই ঘটনার দ্রুত সুরাহা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments