Saturday, April 19, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogরামুতে ৭ হাজার ৫০০ ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

রামুতে ৭ হাজার ৫০০ ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

সোয়েব সাঈদ, রামু:

কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলামসহ তিনজনকে ৭ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—
১. জাহিদুল ইসলাম (৩৩), রামু থানার ওয়ারলেস অপারেটর, পিতাঃ আব্দুল ওয়াদুদ খান, গ্রামঃ পাঙ্গাস, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
২. অভিজিৎ চৌধুরী (৩৫), পিতাঃ বাবুল চৌধুরী, গ্রামঃ কমল মুন্সির হাট, কচুয়াই, পটিয়া, চট্টগ্রাম।
৩. পূষন চৌধুরী (৩৭), পিতাঃ নান্টু চৌধুরী, গ্রামঃ বাইন্যারহাট, ডাবুয়া, রাউজান, চট্টগ্রাম।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মন্ডলপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির সামনে পার্ক করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতলও জব্দ করা হয়েছে।

জানা গেছে, ওই ভাড়া বাসাটি সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগমের মালিকানাধীন।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments