Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogলোহাগাড়ায় শ্বাসরোধ করে কিশোরকে হত্যা, জড়িত সন্দেহে ৩ বন্ধু আটক

লোহাগাড়ায় শ্বাসরোধ করে কিশোরকে হত্যা, জড়িত সন্দেহে ৩ বন্ধু আটক

জাহেদুল ইসলাম, লোহাগড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানে মো: জাহেদ (১৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ৩ বন্ধুকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান।

মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) সকাল ৭ টার দিকে কলাউজান ৩ নং ওয়ার্ডের লালারমার ঘাটা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত জাহেদ রুসুলাবাদ পাড়ার কোরবার আলীর ছেলে।

নিহতের পিতা কোরবান আলী বলেন, আমার ছেলে পেশায় রাজমিস্ত্রী। গতকাল রাতে অনলাইন বিটখেলা (জুয়া) খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু ইমনসহ ৩ বন্ধু। এরপর রাতে আর বাড়িতে আসেনি।

সকালে খবর পাই জাহেদকে কারা মেরে ফেলে গেছে। আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলনা। মূলত মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য আমার ছেলেকে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন , সকালে জাহেদের মরদেহ দেখে পুলিশে খবর দিয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়। লাশেন সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছর। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments