Thursday, July 3, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogশহরের মল্লিক পাড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের পাঁয়তারার অভিযোগ

শহরের মল্লিক পাড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের পাঁয়তারার অভিযোগ

বার্তা পরিবেশক :
কক্সবাজার শহরের মল্লিক পাড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, দখলবাজরা ইতোমধ্যে উক্ত ব্যক্তি মালিকানাধীন জমিতে নিজেদের সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে। এতে করে জমি হারানোর আতংকে ভুগছেন জমির প্রকৃত মালিক।

অভিযোগে জানা যায়, শহরের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়ায় সানন্দ মল্লিকের পুত্র অনিল মল্লিকের ৮ শতক জমি রয়েছে। অনিল মল্লিকের ছেলে শিমুল মল্লিক অভিযোগ করে বলেন, তার বাবার খতিয়ানভুক্ত ৮ শতক জমি দীর্ঘদিন ধরে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ার (সাবমেনি ক্যাবলের পাশে) নুরুল হাকিম ও ইরতিজা হাসান মিন্টুর নেতৃত্বে কয়েকজন দখলবাজ।

এদিকে চলতি বছরের ২২ জুলাই নিজেরের জমিতে ঘেড়াবেড়া দিতে যায় অনিল মল্লিকের ছেলে শিমুল মল্লিকসহ অন্যরা। এতে বাধা দেয় নুরুল হাকিম ও ইরতিজা হাসান। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ওইদিনই অনিল মল্লিকের ছেলে শিমুল মল্লিক বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে দখলবাজরা নিজেদের নামে অনিল মল্লিকের জমিতে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এদিকে শিমুল মল্লিকের অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক প্রবোধ দাশ। শিমুল মল্লিক অভিযোগ করে বলেন, বর্তমানে তারা জমি হারানোর আতংকে ভুগছেন। এই জন্য ভুক্তভোগী জমির মালিক প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments