টিএসসিতে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার সময় শিক্ষার্থীদের মবের সামনে ভুলে এনএসআই কর্মকর্তার নাম বলেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
রবিবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল ২৯ ডিসেম্বর রাজু ভাস্কর্য মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছতে গেলে শিক্ষার্থীদের মবের সামনে ভুল বশত অতিরিক্ত পরিচালক জনাব শাহজাহান এর নাম বলে ফেলি। প্রকৃতপক্ষে এন.এস.আই এর কারো সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি। এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাদের সমালোচনার মুখে এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মোছার চেষ্টা ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
The post শিক্ষার্থীদের মবের সামনে ভুলে এনএসআই কর্মকর্তার নাম বলেছি: ঢাবি প্রক্টর appeared first on Face The People.