Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogসব মামলায় খালাস, ১৭ বছর পর কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর

সব মামলায় খালাস, ১৭ বছর পর কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর

সিবিএন ডেস্ক ;

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছরের কারাবাসের পর আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। কারা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর মাধ্যমে বাবর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পেয়েছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ জানান, হাইকোর্টের রায় চট্টগ্রাম আদালতে প্রেরণের পর তা কারাগারে পৌঁছালে মুক্তি আদেশ কার্যকর হবে।

বাবরের মুক্তির খবরে নেত্রকোনা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার নির্বাচনী এলাকায় তোরণ নির্মাণ ও ঢাকায় কারা ফটকে তাকে বরণ করার প্রস্তুতি চলছে।

বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জনগণের কাছে ফিরে যেতে উদগ্রীব।”

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আটক করা হয়েছিল ১০ ট্রাক অস্ত্রের চালান। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। বিচারিক আদালত ২০১৪ সালে লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন বাবর। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মাসের জন্য জামিন পেলেও পরবর্তীতে আবার কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ কারাবাস শেষে তার মুক্তি “ভাটি বাংলার মানুষের স্বপ্ন পূরণের পথ উন্মুক্ত করবে” বলে মনে করছেন তার সমর্থকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments