Friday, May 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlog‘সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষা দিতে হবে’

‘সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষা দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক :

মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য আতাহার ইকবালের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য এম. আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক দিনকাল’র স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, জেইউসি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হাসিম ও হাসানুর রশীদ, দৈনিক ইনকিলাব’র কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি মোর্শেদুর রহমান খোকন।

এসময় বক্তারা বলেন, মহান মে দিবস কেবল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক নয়, এটি সব পেশাজীবী মানুষের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিন। সাংবাদিকরাও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থেকে সমাজের কথা তুলে ধরেন, তাই তাদের শ্রমের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি ইমাম খাইর, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি শ. ম ইকবাল বাহার, ডেইলি অবজারভার ও আালোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি এ. এইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদ’র জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ছিদ্দিকী, দৈনিক আজকের বাংলার কক্সবাজার ব্যুরো প্রধান খোরশেদ হেলালী, সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভাপতি আজিজ রাসেল, দৈনিক আজাদী’র জেলা প্রতিনিধি শাহেদ মিজান, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, যমুনা টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এহসান কুতুবী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি নূরুল আমিন হেলালী, হিমছড়ির স্টাফ রিপোর্টার এইচ. এন আলম, জেইউসি’র এরফানুল হক আফনান, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, জিকির উল্লাহ জিকু, মোজাম্মেল হক, অন্তর দে বিশাল প্রমুখ।

আলোচনা সভায় মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে পেশাগত অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments