Tuesday, July 1, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogসাবেক ডিসি রুহুল আমিন ও জেলা জজসহ ৫ জনের বিচার শুরু

সাবেক ডিসি রুহুল আমিন ও জেলা জজসহ ৫ জনের বিচার শুরু

সিবিএন ডেস্ক

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জালিয়াতির মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন ও সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

দুদকের দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন—সাবেক ডিসি রুহুল আমিন, সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ ও আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী। আদালত তাদের ৩ আগস্ট পর্যন্ত জামিনে রাখার নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ নভেম্বর স্থানীয় বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ভূমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। পরবর্তীতে তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ায় দুদক চলতি বছরের ১ জুলাই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এর আগে ২৩ জানুয়ারি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তারা আত্মসমর্পণ করে জামিন নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments