সিবিএন ডেস্ক:
ভারতে পালানোর চেষ্টাকালে যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ জাতীয় সংসদ ভবন সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং গত ২৬ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এছাড়া তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।