
টেকনাফ প্রতিনিধি
সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার তিন কিশোর চার মাস ধরে নিখোঁজ রয়েছেন।
তারা হলেন- মো. রেদোয়ান (১৫), মো. দেলোয়ার হোসেন (১৪) ও মো. রাসেল (১৬)।
মো. রেদোয়ানের বাবা শামসুল আলম জানান, প্রায় চার মাস আগে স্থানীয় দালাল চক্রের ফাঁদে পড়ে আমার ছেলে রেদোয়ান বাড়ি ছাড়ে। টেকনাফের একটি এনজিওতে প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে জানতে পারি, মালয়েশিয়া পাঠানোর নামে সাগর পথে ট্রলারে তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনা জানাজানি হলে দালালরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে, জনপ্রতি আগে দুই লাখ টাকা দিতে হবে। মালয়েশিয়া পৌঁছালে দিতে হবে আরও দুই লাখ করে। এভাবে তিনজনের জন্য ৬ লাখ টাকা দিয়েছি। কিন্তু চার মাস হয়ে গেলেও তাদের কোনো খোঁজ নেই। ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে, তাও জানি না।
আরেক ভুক্তভোগী দেলোয়ারের মা রোকেয়া বেগম জানান, চার মাস ধরে ছেলের অপেক্ষায় আছি। কিন্তু কেউ কিছু জানাতে পারছে না। দালালদের ফোন বন্ধ, আর কাউকে খুঁজেও পাচ্ছি না।
ভুক্তভোগীরা জানায়, ঘটনার পরপরই কক্সবাজার আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। পাশাপাশি টেকনাফ মডেল থানায়ও অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, অভিযোগের মুখে অভিযুক্ত দালাল আবুল কালাম, মো. ইব্রাহিম ও নুর হোসেন পলাতক রয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও বন্ধ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।