
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন এবং নির্বাহী সদস্য সচিবমোঃ আশরাফুল আলম।
ঘোষণায় চট্টগ্রাম বিভাগের সকল কমিউনিটি প্যারামেডিক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। নব ঘোষিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সিপি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক সিপি মোহাম্মদ হোছাইন এবং সাংগঠনিক সম্পাদক সিপি নাছির আহমদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, আপনাদের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক মনোভাবের কারণে আজ আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী কমিটি গঠন করতে পেরেছি। এই কমিটি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তারা আরও জানান, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় তারা নিষ্ঠা, একতা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। পরিশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংগঠন ভবিষ্যতে দেশব্যাপী আরও কার্যকর ও সুসংগঠিত হয়ে উঠবে।