Wednesday, July 2, 2025
PalongTV OnlinePalongTV Online
HomeBlogটেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শফি উল্লাহ (৪৫) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৮)।

আ. ম. ফারুক জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাব টেকনাফের মনতলিয়া এলাকায় বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন তথ্য পায়। পরে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয় এবং ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছোট বস্তা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments