
সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের অন্যতম প্রধান সন্ত্রাসী ‘সিকদার’কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকেল ৭টার দিকে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর তথ্য অনুযায়ী, গত ১১ জুন বুধবার রাত ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫’র বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে তিনজন অস্ত্রধারী— বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব এবং সন্ত্রাসী সিকদার। তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে ডেকে রঙ্গিখালী পাহাড়ের গভীরে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ১৫ লাখ টাকা। সেই সঙ্গে প্রশাসনের সহায়তা নিলে হাফিজকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে র্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১৫ জুন সকালে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালীর দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম।
ঘটনার পর টেকনাফ থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল অপহরণ চক্রের মূলহোতা সিকদার। তাকে শুক্রবার মরাগাছতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিচয়: সিকদার (প্রয়াত বলি), বয়স: ৪৫
পিতা: আবু, ঠিকানা: মরাগাছতলা, পালংখালী ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় সোপর্দ করেছে র্যাব।