
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালার মুখ খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ নুরুল আমিন স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ।
শনিবার, ২৮ জুন বিকেলে অনুষ্ঠিত জমজমাট এই ফাইনালে মুখোমুখি হয় পূর্ব ঢালার মুখ ফাইভ স্টার একাদশ ও শিয়াপাড়া কিং স্টার একাদশ।
দু’দলের চমৎকার লড়াইয়ের পর ফাইভ স্টার একাদশকে হারিয়ে শিয়াপাড়া কিং স্টার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক কমিটি জানায়, ২৪ জুলাই ছাত্র আন্দোলনে শহীদ নুরুল আমিনের স্মরণে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। ন্যায়ের জন্য আত্মত্যাগকারী এই সাহসী তরুণ আজ এলাকার যুবসমাজের কাছে এক অনুপ্রেরণার নাম।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা পোল্ট্রি ফিড অ্যান্ড চিকস সেন্টারের চেয়ারম্যান আবু তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামাবাদ ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল, ব্যবসায়ী শাহাবুদ্দিন, লিয়াকত হোসাইন, মুসলিম উদ্দিন, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ফারুক ও আব্দুল আজিজ আলম, সমাজসেবক গোলাম কাদের ও শফি আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় পুরো মাঠজুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও আনন্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণ সমাজকে মাদক, জুয়া ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।”
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।ফাইনাল ম্যাচ ছিল শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং শহীদ স্মরণের এক গর্বিত আয়োজন।